• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মৎস্যচাষীদের মাঝে পিক-আপ ভ্যান ও জেলেদের মাঝে অনুদানের চেক বিতরণ 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সঙসদ সদস্য আলহাজ্ব ডাঃ  রুস্তম আলী ফরাজী মৎস্যচাষীদের মাঝে পিক-আপ ভ্যান ও জেলেদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট এর আওতায় সিআইজি মৎস্যচাষী ও এসসিএমএফপি এর সহযোগীতায় সহায় সম্বলহীন ১৬ জেলের মাঝে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, সম্প্রসারন কর্মকর্তা সাবিহা খাতুন, এসডিএফ কো-ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আবুল কালাম আজাদ, মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মনোজ কুমার, এমপির ব্যাক্তিগত সহকারি মোঃ হাসান মিয়াসহ অন্যান্যরা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, কারোনা কালীন পরিস্তিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার হিসেবে মৎস্য চাষীদের মাঝে নগদ অর্থ ও গাড়ি বিতরণ করা হযেছে। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা অব্যহত থাকবে।