• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঠবাড়িয়ায় করোনার গণ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ শুরু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনার দ্বিতীয় ধাপের গণ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শুরু হয়েছে। নারী-পুরুষরা এক ধরনের উৎসব মূখর পরিবেশে এ টিকা গ্রহণ করছেন। ৬ হাজার ৯‘শ ৮০ জন ব্যাক্তি পয়ায়ক্রমে এ টিকা গ্রহণ করবেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা দান কর্মসূচির পরিসংখ্যান কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, গণ টিকা কার্যক্রমের উদ্বোধণী দিনে ৪ হাজার টিকা মঠবাড়িয়া এসেছে। পরবর্তিতে আরো ২ হাজার ৯‘শ ৮০ ডোজ টিকা এসেছিলো। দ্বিতীয় ডোজ হিসেবে এককালীন ৬ হাজার ৯‘শ ৮০ ডোজ টিকা এসে পৌছেছে।

গণ কার্যক্রমের প্রথম দিনে মঠবাড়িয়া পৌরসভা ও উপজেলার ৮ টি ইউনিয়ন- মিরুখালী, দাউদখালী, টিকিকাটা, বেতমোর, আমড়াগাছিয়া, সাপেলেজা, হলতা গুলিশাখালী ও বড় মাছুয়া এবং দ্বিতীয় দিন রোববার মঠবাড়িয়া সদর, তুষখালী ও ধানীসাফা ইউনিয়নে মোট ২০ টি কেন্দ্রে গণ টিকা কার্যাক্রম চলে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ গণ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসকল টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শণ করেছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান ও ওসি মুহা. নূরুল ইসলাম বাদল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান, টিকা গ্রহনে মানুয়ের মধ্যে ব্যপক আগ্রহ দেখা যাচ্ছে। সরকার ইতোমধ্যে টিকা গ্রহনের বয়সসীমা কমিয়ে দিয়েছে যে কারনে আরও সব শ্রেণীর মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। পাশাপশি লোকজনের মধ্যে সচতনতায় করোনা সংক্রমন কমে গেছে।

উল্লেখ্যÑ গত ১৩ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ধাপে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) বশির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।