• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় নবনির্মিত ৩টি সড়ক ও প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন এমপি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৩নং মিরুখালী ইউনিয়নের রুস্তুম মিয়ার দোকান থেকে বড় শৌলা বাজার সড়ক, একই ইউনিয়নের কাদের ডিসির বাড়ির নব নির্মিত কার্পেটিং সড়ক উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী এ সড়ক দুই উদ্বোধন করেন।

এর আগে সোমবার বিকেলে উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি সড়ক ও স্থানীয় একটি নব নির্মিত আধুনিক প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন  আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, ব্যাক্তিগত সহকারি হাসান মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধি সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ডিজিটাল বাংলার রূপকার গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রাম হবে শহর। সরকার সে লক্ষ্যেই কাজ করছেন। দেশে কোন কাঁচা রাস্তা থাকবে না। দু‘একটি রাস্তা ছাড়া এ উপজেলা প্রায় সকল রাস্তাই ইতোমধ্যে পাকা করা হয়েছে। এ উন্নয়ন অব্যহত থাকবে।