• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় মাদ্রাসা ও ইসলামী কমপ্লেক্স উদ্বোধন করলেন এমপি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় নব নির্মিত মাদ্রাসা ভবন ও ইসলামী কমপ্লেক্স আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি।

সোমবার সকালে উপজেলা ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি ওয়াজেদীয়া দাখিল মাদ্রাসা ও আতাহার আলী মোল্লা মেমোরিয়াল ইসলামী কমপ্লেক্স এর উদ্বেধন করা হয়।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারপ্রপ্ত সুপার মাওলানা এবিএম ইদ্রিস, সমাজ সেবক প্রভাষক ফারুক হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন, আঃ রহমান আল নোমান, এমপি‘র জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, ব্যক্তিগত সহকারি মো. হাসান মিয়া প্রমূখ।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৮৮ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণাধীন ১ তলা মাদ্রাসা ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে ৩০ লাখ টাকা ব্যায়ে ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হয়।

ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠিানের ভবনগুলো আধুনিকায়ন করছেন। শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকারা যাতে স্বাচ্ছন্দে ক্লাশ করতে বা করাতে পারে সে জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাখ্যাাতকে যুগোপযোগী করছেন।