• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শিঘ্রই চালু হতে যাচ্ছে মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দা ফেরী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

অপেক্ষার পালা শেষ। শিঘ্রই চালু হতে যাচ্ছে উপকূলীয় এলাকার বলেশ্বর নদীতে বড়মাছুয়া-রায়েন্দা ফেরী সার্ভিস। দুই জেলা পিরোজপুরের সাথে বাগেরহাট জেলার নদী পথে যোগাযোগের সহজ মাধ্যম এটি। দু‘পাড়ে ফেরীর জন্য পল্টুন ও জেটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়। যে কোন সময় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে দুই জেলার সেতুবন্ধন ফেরীর শুভ উদ্বোধন। এ সেতুবন্ধনের জন্য যুগ-যুগ ধরে অপেক্ষায় ছিলো দু‘পাড়ের মানুষ।

এদিকে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে জেটি নির্মাণ ও সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খরব নিয়েছেন।

জানা গেছে, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের প্রয়াত সাংসদ ডাঃ মোজাম্মেল হক, বর্তমান সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন ও সাবেক রেল সচিব মোফাজ্জেল হক মন্টুর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের অন্য রকম গুরুত্বপূর্ণ এ ফেরী সার্ভিস অনুমোদন পায়।

গত ৬ জানুয়ারী ২০২১ রায়েন্দার ঘাট থেকে পাঁচরাস্তা পর্যন্ত টেন্ডার আহবান করছে বাগেরহাট সড়ক বিভাগ। যার সম্ভব্য ব্যায় ৩ কোটি ৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়েছে। আধা কিলোমিটার মূল সড়ক পাঁকা হবে ১৮ ফুট চওড়া এবং দুই পাশে ৩ ফুট করে ফুটপথ হবে।

এদিকে মঠবাড়িয়া বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশের ৮৩ লক্ষ টাকা ব্যায়ে ১৮ ফুট চওড়া ৫‘শ মিটার সড়ক ও পল্টুনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আবু হানিফ নিশ্চিত করেছেন। এ মাসের শেষের দিকে ফেরী নির্দিষ্ট ঘটে চলে আসবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ।