• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় আধুনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি:

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার দাউদখালী ইউনিয়নেয় ১২৮ নং মধ্য দাউদখালী সরকারি বিদ্যালয়ের নতুন দোতালা স্কুল ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ স্কুল ভবনটি।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিইডি‘র  বাস্তাবায়নে কার্যাদেশ পাবার পর মেসার্স আলাউদ্দিন আল আজাদ ২০২০-২১ অর্থ বছরে ৮৮ লাখ টাকা ব্যায়ে এ নতুন ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি ২ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুর ইসলাম জানান, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দূর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। এতে শিক্ষকরাও স্বচ্ছন্দবোধ করছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক স্কুল ভবন নির্মাণ করায় এলাকার অভিভাবকসহ সর্বাস্থরের লোকজন গর্ববোধ করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাশ বলেন, মুজিব শতবর্ষে শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।