• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঠবাড়িয়ায় বহুমূখী মার্কেট শিঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

মুজিব বর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌর সভায় শহরের সদর রোডে বহুমূখী মার্কেট শিঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তায় ৯ কোটি টাকা ব্যয়ে আধুনিক দৃষ্টি নন্দন এ বহুমূখী মার্কেট নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির (রাজস্ব) সোমবার (৮নভেম্বর) সকালে এ মার্কেট পরিদর্শণ করেন। এসময় পৌরসভার মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, পৌরসভার সচিব মো. হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, কাউন্সিলর শফিকুর রহমান, মতিয়ার রহমান মিলন. সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন প্রমূখ।

পৌর সভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক জানান, মঠবাড়িয়া পৌরসভা ২০১৮-১৯ অর্থ বছরে  তিন তলা বিশিষ্ট বহুমূখী মার্কেট নির্মানের কাজ শুরু করে। মার্কেটের নিচ তলায় থাকছে মাছ, মাংস, সবজি ও অন্যান্য উন্মুক্ত বাজার। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে ২১ টি করে দোকান রয়েছে। ২০০০-২১ অর্থবছরে ৯ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৫৩২ টাকা ব্যয়ে বহুমূখী এ মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মের্সাস মাহফুজ খান, ঐশি কনস্ট্রকশন, তৌহিদুল বাশার এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ করেছেন। মার্কেটের চারিপাশের স্থানে গাড়ি পার্কিং সুবিধা থাকার কারনে সড়কের যান-জট নিরাসন হবে।

পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানান, বহুমূখী এ মার্কেট নির্মানের ফলে ভাসমান মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘ দিনের কস্ট লাঘব হবে। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শিঘ্রই ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ বহুমূখী মার্কেট উদ্বোধন করবেন।