• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নাজিরপুরে পিআইও’র উদ্যোগে মুক্তিযোদ্ধা কর্নার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

পিরোজপুরের নাজিরপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মুক্তিযোদ্ধা কর্নার থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে  জানছেন  পাঠকরা। উপজেলা পরিষদের ভেতর থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষেই অবস্থিত মুক্তিযোদ্ধা কর্নারটি।

ওই মুক্তিযোদ্ধা কর্নার থেকে প্রতিদিন বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বই নিচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় পাঠকরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তার অফিস কক্ষেই অবস্থিত ওই কর্নারে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে  বিভিন্ন বই। এখানে প্রতিদিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ  স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এখানকার পাঠক।

তারা বাড়িতে বই নিয়ে যেতে পারেন, পড়া শেষে ফিরিয়ে দেন।

এ বিষয়ে জানতে উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশের আলী জানান,‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মুক্তিযোদ্ধা কর্নারটি থেকে নতুন প্রজন্মসহ অনেক পাঠক মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারছেন। তার অফিস কক্ষে একটি পৃথক সেল্ফ-এ ওই সব বই রয়েছে’।

উপজেলা সদরের  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ  শ্রেণির ছাত্রী নিহারীকা চক্রবর্তী জানায়, ওই অফিসে থাকা মুক্তিযোদ্ধা কর্নারটি থেকে আমি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে লেখা বিভিন্ন লেখকের বই নিয়ে পড়ি। এটি থাকায় আমরা মুক্তিযুদ্ধ ও আমাদের দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারছি।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এস্রাফিল হোসেন জানান,  ‘ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিলাম। আর এ থেকেই বিভিন্ন সময় এ  বিষয়ে  বিভিন্ন লেখকের  লেখা বই সংগ্রহ করতে থাকি ওই সব বইই শিক্ষার্থীসহ নতুন প্রজনম্মের পাঠকদের জন্য মুক্তিযোদ্ধা কর্নারে উম্মুক্ত করে রাখা হয়েছে’।