• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় সাইক্লোন সেল্টার ও কার্পেটিং সড়ক উদ্বোধন করলেন এমপি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের  সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী। এছাড়াও  উপজেলার মানিকখালী-পশুরিয়া কার্পেটিং সড়কের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসিম, সংসদ সদস্যের জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রাজু, ব্যক্তিগত সহকারী মোঃ হাসান মিয়া,  স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও জন প্রতিনিধি,গণমাধ্যম কর্মীরা।  

জানা গেছে, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলায় এমডিএসপি প্রকল্পের আওতায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার সহ যোগাযোগ ব্যবস্থ্য আধুনিকায়ন করা হচ্ছে। তার  অংশ হিসেবে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৬৪ নং সূর্যমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নির্মাণ করা হবে। 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বার) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের  সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলা গাড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। গ্রাম হবে শহর প্রধানমন্ত্রীর এমন ঘোষণাকে সামনে রেখে সরকার সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করছেন। শিক্ষা ব্যবস্থা উন্নীত করার লক্ষে স্কুল ভবনগুলো আধুনিকায়ন করা হচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী দেশ।