• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় নির্বাচন সুষ্ঠু করার লক্ষে প্রার্থীদের সাথে ডিআইজি‘র সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামী ৫ জানুয়ারি ৪ টি ইউপিতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন স্ষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা মঙ্গলবার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

সকাল ১০ টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান-পিপিএম, র‌্যাব-৮ বরিশাল এর প্রতিনিধি মেজর মো. জাহাঙ্গীর আলম, বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, চেয়ারম্যান প্রার্থী সেকান্দার আলী খান, ফজলুল হক রাহাত, হারুন অর রশিদ তারুকদার, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা, আয়শা আক্তার মনি, নাসির হোসেন হাওলাদার, জহির উদ্দিন সূফি, মো. রফিকুল ইসলাম আকন, মো. মাইনুল ইসলম প্রমূখ। এসময় প্রতিদ্বন্ধি প্রার্থীরা নানা শংঙ্কার কথা জানান।

বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, আগামী ৫ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা, দাউদখালী, টিকিকাটা ও বড়মাছুয়া ইউনিয়নে অবাদ, স্ষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্ধিতা মূলক নির্বাচন করার লক্ষে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা প্রার্থী ও ভোটার দের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের দিন তারা মঠবাড়িয়ায় অবস্থান করে, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষন করবেন। ইতোমধ্যে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। কেহ বিশৃঙ্খলা সৃষ্টির টেষ্টা করলে বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না।