• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় ব্রিজ নির্মাণ হওয়ায় অর্থনৈতিক সাফল্য বৃদ্ধি পেয়েছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

‘গ্রাম হবে শহর’ এ প্রতিপাদ্যে পিরোজপুরের মঠবাড়িয়া-চলখালী আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা বাজার সন্নিকটে ও দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজ নির্মান হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ হবার পাশাপাশি অর্থনৈতিক সফল্য বৃদ্ধি পেয়েছে। এ ব্রিজটি দিয়ে গ্রামীন অংশের রড়মাছুয়া বাজার, ফেরিঘাট, স্ট্রীমার ঘাট, ৪টি মাছের আড়ৎ, যথাক্রমে- বড়মাছুয়া, পুরানখাল, কাঁটাখাল, তুলাতলা ও পোনার ঠোডা। ৪টি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ ও ছোট-বড় সব ধরনের যান বহণ নির্বিগ্নে চলাচল করছে। শহরের অংশে হলো- মঠবাড়িয়া, পাথরঘাটা, তুষখালী, ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে।

স্থানীয় সমাজ সেবক নাসির হোসেন মাতুব্বর বলেন, এ ব্রিজটি নির্মাণ হওয়ায় পণ্যবাহী পরিবহণসহ সকল প্রকার যান বহণ নির্বিগ্নে চলাচল করছে। এতে এ অঞ্চলের লক্ষাধিক মানুষ উপকৃত হবার পাশাপাশি অর্থনৈতিক সফল্য বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ‘গ্রাম হবে শহর’ সে লক্ষে যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করার জন্য বান্ধাঘাটা বাজার সন্নিকটে ও দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজটি সোমবার দুপুরের আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়।

মঠবাড়িয়া উপজেলা এলজিইডি এর বাস্তবায়নে ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ২৪ মিটার আরসিসি গার্ডার এ ব্রিজটি মেসার্স ঐশি কনস্ট্রকশন নির্মাণ করেন। গত বছরের ২০ এপ্রিল সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি এ ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।