• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে আ‘লীগের মতবিনিময় সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া নির্বাচন পরবর্তী সকল প্রকার সহিংসতা রোধে মতবিনিময় সভা করেছেন উপজেলা আ‘লীগ। শুক্রবার রাতে সরকারি কলেজ রোডে আ‘লীগ সাধারণ সম্পাদক‘র ব্যক্তিগত কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর জেলা আ‘লীগ সহ-সভাপতি একেএম সেলিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও আ‘লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুর আলম টুকু, সদস্য শাকিল আহম্মেদ নওরাজ প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, হারুণ অর রশিদ তালুকদার, আবু হানিফ হাওলাদার, নাসির হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিন প্রমূখ।

বক্তারা বলেন, নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবে এটাই নিয়ম ও স্বাভাবিক। এখন আপনারা মনে করবেন ইউনিয়নের সবাই আপনাকে ভোট দিয়েছেন। আগামীতেও আপনাকে চেয়ারম্যান নর্বাাচিত হতে হবে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। তাই আপনার কোন নেতা-কর্মী যেন প্রতিহিংসার কারনে কারো ওপর যেন হামলা-মামলা না করে।

উল্লেখ্য- ৫ম ধাপের নির্বাচনের অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া গত ৫ জানুয়ারী'২২ বুধবার উপজেলার ২ নং ধানীসাফা, ৪ নং দাউদখালী, ৬ নং টিকিকাটা ও ১১ নং বড় মাছুয়া ইউনিয়নে নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।