• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

শেখ হাসিনার শাসনামলে ইসলামপরিপন্থী আইন পাস হবে না: প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২  

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলে ইসলামপরিপন্থী কোনো আইন পাস হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার রাতে পিরোজপুরের নাজিরপুরের জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশে ইসলামপরিপন্থী কোনো আইন পাস করা হবে না।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হচ্ছে যেটাকে আমরা বলি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে থাকা বইয়ে ইসলামের ইতিহাস পড়বেন, খোলাফায়ে রাশেদিনের ইতিহাস, খলিফাদের ইতিহাস, মোহাম্মদ (সা.)- এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

শ ম রেজাউল করিম বলেন, মডেল মসজিদে শুধু নামাজ পড়া নয়, সেখানে ঈমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ হবে। এছাড়া অতীতে শুধু স্কুল-কলেজে ভবন বরাদ্দ হতো। কিন্তু এখন মাদরাসার ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এরই মধ্যে সারাদেশে পাঁচ শতাধিক মাদরাসায় ভবন বরাদ্দ হয়েছে। অনেক মাদরাসায় কাজ শুরু হয়ে গেছে।

হাফেজ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন নাজিরপুরের ইউএনও শেখ আব্দুল্লাহ্ সাদীদ, থানার ওসি মো. মাহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ আজাদ, মুফতি ওয়াহীদুল আলম, হাফেজ মাওলানা মুফতি ইমতিয়াজ উদ্দিন মাসরুর কাসেমি প্রমুখ।