• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে জেলেদের মাঝে গাভী বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফলভোগীদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ণ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপকারভোগীদে মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের সামনে ৫ জন উপকারভোগী জেলের হাতে দেশীয় প্রজাতীর গাভী ও বাছুর তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান,ডাঃ রুস্তুম আলী ফরাজী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোতালেব হোসেন, এমপি ব্যক্তিগত সহকারী হাসান মিয়া, উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুর রহমান, মঠবাড়িয় উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু, ইউনিয়ন যুবসংহতি সভাপতি মোঃ নাসির প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুর আলম জানান, ইলিশ প্রজনন মৌসুমের মাছ ধরার অবরোধ কালীন সময়ে উপজেলার জেলে পরিবারগুলো যাতে কর্মহীন না থাকে, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফলভোগীদের মাঝে গাভী বিতরণ করা হয়। পর্যাক্রমে অন্যান্যদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।