• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রায় ১৪ কোটি টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্ধারণে লটারি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি:

“গ্রাম হবে শহর” প্রধানমন্ত্রীর এ শ্লেগানকে সামনে রেখে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকার ১৭ টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারনে লটারি হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর উপস্থিতিতে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমবায় কর্মকর্তা এমাদুল হক, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল প্রমূখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মান ও ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেব মঠবাড়িয়া উপজেলায় ১৬ টি গার্ডার ব্রিজ ও দেড় কিলোমিটার সড়ক নির্মানের গত ১৪ ডিসেম্বর‘২১ টেন্ডর আহ্ববান করা হয়। ৬ জানুয়ারী‘২২ মেনুয়াল টেন্ডার জমাদানের শেষ দিন পর্যন্ত ১৬ টি গার্ডার ব্রিজের বিপরীতে ২ হাজার ১‘শ ৫১ টি এবং দেড় কিলোমিটার সড়কের বিপরীতে ৯৬ টি দরপত্র জমা হয়। উন্নয়ন কাজের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্ধারন করা হয়েছে।