• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় সিপিপির স্বেচ্ছা সেবকদের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সিপিপির স্বেচ্ছা সেবকদের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ বুধবার শুরু হয়েছে। এতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) এর উদ্যোগে স্বেচ্ছাসেবকদের সংকেত ভিত্তিক প্রচার কাজ, অপসারণ, আশ্রয়ণ কেন্দ্রে-আশ্রয়ণ ব্যবস্থাকরণ, উদ্বার, প্রাথমিক চিকিসার ধারণা, কৃত্ত্বিম শ্বাস-প্রশ্বাস, আগুনে পোড়া ও রক্তক্ষরণ এর ঘটনায় প্রশিক্ষণ দেয়া হয়।

উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরাফাতুল ইসলাম ও উপজেলা ডেপুটি টিম লীডার (সিপিপি) ইকবাল হোসেন পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ দেন।

উপজেলা ডেপুটি টিম লীডার (সিপিপি) ইকবাল হোসেন বলেন, দুটি ইউনিটে পৌরসভার ৪০ জন নারী পুরুষদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ গ্রহণ করতে আসা ৪০ জন স্বেচ্ছা সেবকদের সকালে নাস্তা, দুপুরে খাবার দেয়া হচ্ছে। বৃহস্পতিবার স্বেচ্ছা সেবকদের দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ শেষে ৬শ টাকা করে সন্মানি ভাতা প্রদান করা হবে।