• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় দ্রুত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুর মঠবাড়িয়ায় দ্রুত গতিতে চলছে বীর নিবাস নির্মাণের কাজ। মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস।

বুধবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ এর বীর নিবাস পরিদর্শণ করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা উর্মি ভৌমিক। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ঠিকাদার মো. ফিরোজ আহম্মেদ মৃধা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে মঠবাড়িয়ায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দে নির্মাণ ১২ টি বীর নিবাস উপহার দিচ্ছেন। প্রতিটি ভবনের আয়তন হবে ১৮৩ বর্গফুট। প্রতিটি বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি রান্নাঘর এবং ২টি বাথরুম রয়েছে। বীর নিবাস নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতীফ মিলিটারী বলেন, আমার পরিবার জরাজীর্ণ বাড়ির পরিবর্তে নতুন ভবনে বসবাসের সুযোগ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান ও সুযোগ দিয়েছেন। জাতি সারা জীবন তা মনে রাখবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘ্যয়ূ কামনা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বীরত্বপূর্ণ বাড়ি উপহার দিচ্ছেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস উপহার দেয়া হবে।