• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শণ করলেন ইউএনও

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঘর দেয়া হচ্ছে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা এখন পর্যন্ত ৩৮১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। চলমান রয়েছে ৯০ টি ঘরের নির্মাণ কাজ। এ ঘরগুলো দ্রুত সময়ের জন্য হস্তান্তরের লক্ষে বুধবার দুপরে বড় মাছুয়া ইউনিয়নে ৩০টি ঘরের চলমান কাজে পরিদর্শণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভোৗমিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা প্রকৌশলি আবু সাঈদ মোহাম্মদ জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারি প্রকৌশলী মো. শাহীন খান, ১১ নং বড় মাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারি, জন প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ভমিহীনদের মাঝে ঘর বিতরণ করা হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঠবাড়িয়া উপজেলায় এ পর্যন্ত ৩৮১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৯০ টি ঘরের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলমান রয়েছে। এর মধ্যে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের ৩০টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায় রয়েছে।  কাজ শেষ হলে আনুষ্ঠানিক ভাবে এ ঘরগুলো তালিকাভুক্ত পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।