• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।

 শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষক বনি আমিন এর হাতে কম্বাইন্ড হারভেস্টার এর প্রতীকী চাবি তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মহিউদ্দিন,  কম্বাইন হারভেস্টার এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড সেলস মো. রাসেল উদ্দিন, টেকনিশিয়ান বিপ্লব রায় প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা কিন্তু কৃষি খাতে উন্নয়নের জন্য এবং কৃষকের সুবিধার্থে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে ১১ লাখ ২৫ হাজার টাকায় কৃষক বনি আমিন এর হাতে তুলে দেয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রটি তিন বছর একজন কৃষক বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে। উপজেলার বাহিরে এ যন্ত্রটি ভাড়া দিতে হলে অথবা ব্যবহার করার জন্য উপজেলা কৃষি অফিসের অনুমতি নিতে হবে। তিনি আরো জানান মঠবাড়িয়া উপজেলায়া এ পর্যন্ত ৭ জন কৃষকের মাঝে এ আধুনিক কৃষি যন্ত্রটি বিতরণ করা হয়েছে। এ যন্ত্রটি ব্যবহারে কৃষকরা অনেক লাভবান হয়েছেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের সুবিধার্থে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কৃষি আধুনিক কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র কৃষকের হাতে তুলে দিচ্ছেন। এ যন্ত্রটি ব্যবহারে কৃষকরা অনেক লাভবান হবেন।