• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রতি মাসে ১২ হাজার প্রবীণ নারী-পুরুষ বয়স্ক ভাতা পাচ্ছেন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকাসহ উপজেলার ১১ ইউনিয়নে ১২ হাজার নারী-পুরুষ বয়স্ক ভাতা পাচ্ছেন। প্রত্যেক বয়োজেষ্ঠ্যকে প্রতি মাসে ৫’শ টাকা করে এ ভাতা প্রদান করা হয়। তিন মাস পর পর ভাতাভোগীদের বিকাশ নম্বরে এককালীন ১ হাজার ৫’শ টাকা করে  ভাতা প্রদান করা হয়। বয়স্ক ভাতা প্রাপ্তিতে নারীদের ক্ষেত্রে ৬২ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ৬৫ বছরের প্রবীণরা পাচ্ছেন এ ভাতা।

উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌরসভাসহ ১১ ইউনিয়নে ১১ হাজার ৯৩৩ জন প্রবীণ নারী-পুরুষ এ বয়স্ক ভাতা পাচ্ছেন। এর মধ্যে ১নং তুষখালী ইউনিয়নে উপকারভোগী হচ্ছেন ৮২৭ জন, ২নং ধানীসাফা ইউনিয়নে ১ হাজার ২’শ ৬০ জন, ৩নং মিরুখালী ইউনিয়নে ১ হাজার ৩৪ জন, ৪নং দাউদখালী ইউনিয়নে ১ হাজার ৩৬ জন, ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়নে ৯৭৫ জন, ৬নং টিকিকাটা ইউনিয়নে ১ হাজার ২’শ ০৬ জন, ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে ৯৪৬ জন, ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নে ৮৪৫ জন, ৯নং সাপলেজা ইউনিয়নে ১ হাজার ৩’শ ৬৮ জন, ১০নং হলতা গুলিসাখালী ইউনিয়নে ৮৮৮জন, ১১নং বড় মাছুয়া ইউনিয়নে ৬২৯জন ও মঠবাড়িয়া পৌরসভায় ৮৯২ জন প্রবীণ নারী-পুরুষ বয়স্ক ভাতার এ অর্থ প্রাপ্তি হচ্ছেন।  

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিরাজ আহমেদ জানান, মাসিক ৫’শ টাকা হারে মঠবাড়িয়া পৌরসভাসহ ১১ ইউনিয়নে ১১ হাজার ৯৩৩ জন প্রবীণ নারী-পুরুষকে এ বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে শতভাগ প্রবীণদের এ বয়স্কভাতার আওতায় আনা হবে।