• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঠবাড়িয়ায় দৃষ্টি প্রতিবন্ধি যুবক খুনের ঘটনায় মামলা ॥ গ্রেপ্তার-৪

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ মে ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দুলাল মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হবার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশ ঘাতক রমজানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের

আজ ৭ মে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। ৫ মে বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মঠবাড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা কুটি মিয়া (ঘটক) হয়ে রমজান , ফয়সাল, ওমরসহ  ৬ জন নামিয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই মামলা করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিহত দুলালের ভাতিজা বেল্লল (৫) এর সাথে প্রতিবেশি রেবা বেগমের পুত্র ইফাদ (১০) পুকুরে সাতারকাটা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জেরে ৫ মে বৃহস্পতিবার বিকেলে একই এলাকার মৃত. লাদেন মিয়ার ছেলে (কথিত নাম) ও রেবা বেগমের ভাই প্রতিপক্ষ রমজান (১৮), ফয়সাল (২০) দুলালের সাথে বাকবিতান্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে দুলালকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দুলাল চিকিৎসারত অবস্থায় রাত  ৪ টার দিকে মারা যান। খবর পেয়ে  প্রশাসনের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল ৪ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।