• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১২ মে ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাপলেজা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা করা হয়। পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসমসয় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শেখ এহসান কবির।

জানা গেছে, উপজেলার সাপলেজা বাজারের ব্যবসায়ি গৌতম পাল, নূরুল হক, শান্তি সাহা বর্তমান সয়াুিবন তেলের দাম বৃদ্ধিও কারনে কৃত্তিম সংকট সৃষ্টি কওে চড়া মূলে তেল বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি কারায় গৌতম পালকে ২৫ হাজার, নূরুল হককে ৫ হাজার ও শান্তি সাহাকে ৩ হাটার টাকা জরিমানা করেন। তাদের মজুদ কারা তেল জব্দ করে ন্যায্য মূলে সাধারণ মানুষের মাঝে বিক্রি করেন।

পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি ব্যবসা পতিষ্ঠানের মজুদ করা সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য মূলে বিকি করা হয। সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সয়াবিন তের বিক্রি করায়গৌতম পালকে ২৫ হাজার, নূরুল হককে ৫ হাজার ও শান্তি সাহাকে ৩ হাটার টাকা অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।