• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়া পৌরবাসীর সেবার মান বাড়াতে মতবিনিময় সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মে ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া পৌর সভার সদ্য দায়ীত্ব গ্রহন কারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক মঠবাড়িয়া পৌর বাসীর সেবার মান বাড়াতে বাজার বনিক সমিতির সাথে মত বিনিময় সভা করেছেন।

আজ বুধবার দুপুরে পৌর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী মো.আবদুছ সালেক, বনিক সমিতির সাধারন সম্পাদক শামছুল আহসান খোকা, সাবেক কাউন্সিলর শফিকুর রহমান, পৌর সভার প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, ক্যাশিয়ার মিজানুর রহমান, বনিক সমিতির সদস্য জিএম কামাল , খোকন মিয়া প্রমূখ। মতবিনিময় সভায় পৌর শহরের ময়লা আর্বজনা, ফুটপাতের অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ,সড়কের যানযট কমানো সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। 

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, বনিক সমিতি ও পৌরবাসী আমাকে সহযোগীতা করলে পৌর শহরের সমস্যা গুলো দ্রুত সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন পৌর সভার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। 

জানা গেছে, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিককে পৌর প্রশাসক হিসাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ওসমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা প্রজ্ঞাপন মূলে বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং বিধি মোতাবেক মঠবাড়িয়া পৌর সভার প্রশাসক হিসাবে নিয়োগদানের গেজেট প্রকাশ করেন।