• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ইট পাজা মালিককে অর্থদন্ড ॥ পাানি দিয়ে বিনষ্ট 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মে ২০২২  

মঠবাড়িয়া  প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফসলী জমিতে অবৈধ ভাবে ইটের পাজা (ভাটা) করে উট পোড়ানের দায়ে পাজা মালিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই পাজাটি পানি দিয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঠাকাটা গ্রামে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত।

জানা গেছে, উপজেলা দাউদখালী ইউনিয়নের (৯নং ওয়ার্ড) পাঠাকাটা গ্রামের আব্দুর রহমান মাতুব্বরের ছেলে ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে ফসলী জমিতে কাঠ দিয়ে অবৈধ ভাবে পাজা তৈলী করে ইট পোড়াচ্ছেন। এতে পরিবেশ দূষনের পাশাপাশি এলাকার ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত পাঠাকাটা গ্রামে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পাজা মালিক ইলিয়াস হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এবং দমকল বাহিনীর সহযোগিতায় অবৈধ ইট পাজাটি পানি দিয়ে ভিজিয়ে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় ও জন সাধারনের স্বার্থে উপজেলা প্রশাসন সব সময় কাজ করে আসছে। এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।