• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজিতে গ্রেপ্তারকৃত যুবক রিমান্ডে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ জুন ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করার অভিযোগে গ্রেপ্তারকৃত যুবক সুমন সাহাকে জিজ্ঞাসা বাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছেন মঠবাড়িয়া থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই রাসেল সুমন সাহার ৫ দিন রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেন।

মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মো. কামরুল আজাদ শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসা শেষে সুমন সাহাকে আজ ০১ জুন বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছেন। 

জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে একটি চক্র ব্যবসায়িসহ বিভিন্ন জনের নিকট চাঁদা দাবি করে আসছিলো। সম্প্রতি এ চক্রটি পৌর শহরের একটি বেকারির মালিকের কাছে চাঁদা দাবি করে। এছাড়া সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামে একটি মিস্টির দোকানে চাঁদা দাবি করে এবং বিকাশে ১২‘শ টাকা চাঁদা নেয়। বিষটি তাদের সন্দেহ হলে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এর স্বত্তাধিকারি মানিক লাল ঘোষ বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মোবাইল ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারক সুমন সাহা (৩৪) ও শিলা বেগম (৩০) কে সনাক্ত করে খুলনা পুলিশের সহযোগিতায় খুলনা খাল পাড় নামক এলাকা থেকে গত ২০ শুক্রবার তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন সাহা মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের শ্যামল সাহার ছেলে ও শিলা বেগম খুলনা মহানগরের খালপাড়া এলাকার ইউনুস আলীর মেয়ে ও মো. রনি মিয়ার স্ত্রী।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, রিমান্ডে অনেক গুরুপ্তপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মূহুর্তে কোন মনতব্য করা যাবে না।