• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক মঠবাড়িয়ায় প্রশিক্ষণ কর্মশালা 

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :  

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভার্চূয়াল পদ্দতিতে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, মুজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া থানার এস.আই আব্দুল কুদ্দুস প্রমূখ। এ কর্মশালায় উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি এবং বিভিন্ন জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন। সেগুলো হলো- নারী ক্ষমতায়ন, আশ্রায়ন প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানষিক বিকাশ, বিনিযোগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার নিরলস ভাবে কাজ করছেন। ইতোমধ্যে উদ্যোগগুলো প্রায় বাস্তবায়নের কাছাকাছি চলে এসছে। আগামী ২০৪১ সালের মধ্যে সকল উদ্যোগ শতভাগ বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ হবে সমৃদ্ধিশালী। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগগুলো সঠিক ভাবে বাস্তবায়ন করারা লক্ষে আজকে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল ১০ টায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয় সভা অনুষ্ঠিত হয়। এত উপজেলার বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিততি স্বাভাবিক ও নিয়ন্ত্রনে রাখতে করনীয় শীর্ষক আলোচনা পাশাপশি পৌর শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।