• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় আধুনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২১ জুন ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :

মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ১১০ নং দক্ষিণ সোনাখালী সরকারি বিদ্যালয়ের স্কুল ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টি নন্দন আধুনিক এ স্কুল ভবনটি।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিইডি‘র বাস্তবায়নে সম্প্রতি ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যায়ে আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করেন।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের ভবন নির্মাণ ও রংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হলেও কোমলমতি শিক্ষার্থীরা নতুন স্কুল ভবনের বারান্দা ও চারি পাশে হোটে-হেটে অধুনিক ভবনের সৌন্দর্য উপভোগ করছে। নতুন ভবন কেমন লাগছে ? এমন প্রশ্নের জবাব গুছিয়ে না বলতে পারলেও সকলের মনে আনন্দ অনুভব হচ্ছে এমনটাই বোঝা গেল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাম হোসেন জানান, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দূর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। আমরাও অনেক স্বাচ্ছন্দবোধ করছি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহীম হোসেন বলেন, স্কুল ভবনটি আধুনিকায়ন হওয়ায় আমরা গর্বিত। এতে এলাকার সুনাম বেড়েছে। প্রাকৃতিক দূযোর্গে আমরা এ ভবনটিতে আশ্রয় নিতে পারবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা মো. রুহুল আমিন বলেন, মুজিব শতবর্ষে শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে উপজেলা বিভিন্ন স্কুল ভবন আধুনিকায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।