• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় চারতলা বিশিষ্ট একাডেমিক মাধ্যমিক স্কুল ভবন উদ্বোধন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার দাউদখালী ইউনিয়নের রাজার হাট বাজার সংলগ্ন রাজার শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি রোববার (৭ আগষ্ট) দুপুরে নব নির্মিত আধুনিক একাডেমিক এ বিদ্যালয় ভবন উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় দাউদখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আঃ কুদ্দুস এর সভাপতিত্বে ও এমপির গণ সংযোগ কর্মকর্তা আলী রোজ রঞ্জুর সঞ্চালণায় আরও বক্তব্য রাখেন, প্রভাষক মো. মোতালিব হোসেন, মো. ফারুক হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির রায়হান, সামাজ সেবক রনজিৎ কুমার প্রমূখ।

জানা গেছে, মুজিব শতবর্ষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে আধুনিক এ  একাডেমিক স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করে করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনটিতে রয়েছে ১২ টি শ্রেণী কক্ষ, ২৪ টি ওয়াশ রুম ও আধুনিক সিড়ি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির রায়হান জানান, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দূর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। আমরাও অনেক স্বাচ্ছন্দবোধ করছি। স্কুল ভবনটি আধুনিকায়ন হওয়ায় আমরা গর্বিত। এতে এলাকার সুনাম বেড়েছে। প্রাকৃতিক দূযোর্গে আমরা এ ভবনটিতে আশ্রয় নিতে পারবো।

ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি বলেন, ডিজিটার বাংলার রূপকার শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে সারা দেশে স্কুল ভবন আধুনিকায়ন করেছে। বর্তমান সরকার  বছরের শুরুতেই বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ হবে সমৃদ্ধশালী। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, এক শ্রেণীর স্বার্থন্বসী গ্রুপ নিজেদের দল ভারী করার জন্য শিক্ষার্থীদেও টেনে নিচ্ছেন। ওই শিক্ষার্থীরাই বিপদগামী হয়ে থাকে। এব্যাপারে সকল অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।