• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঠবাড়িয়ায় তৃতীয় ধাপে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : নিত্য প্রয়াজনীয় পণ্যর বাজার স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে পিরোজপুরের মঠবাড়িয়ায় তৃতীয় ধাপে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার (২০ আগষ্ট) সকালে মঠবাড়িয়া পৌর শহরের ৬.৭.৮ ও ৯ নং ওয়ার্ডে এবং উপজেলার মঠবাড়িয়া সদর, টিকিকাটা ইউনিয়নে টিসিবি পন্য ডিলারের নিজস্ব গাড়ীতে বিক্রি করেন, স্থানীয় জন প্রতিনিধিরা এসব টিসিবি পন্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, তদরকি কর্মকর্তা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আজম, সাংবাদিক জামাল এইচ আকন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো. আরিফুর রহমান সোহাগ, বিভিন্ন ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ডিলার শেখ মো. জাহাঙ্গীর হোসেন।

টিসিবি শেখ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি সকাল সকাল ১০ থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে। দিনব্যাপী পর্যায়ক্রমে এসব ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ৩ হাজার ৫‘শ ৪ জন সুবিধাভোগী টিসিবি পন্য ক্রয়ের জন্য স্ব-উদ্যোগেই লাইনে দাড়িয়ে থাকে। এতে আমাদেরও বিক্রয করতে সুবিধা হয়। ন্যায্য মূল্যে টিসিবি পণ্য কিনতে পেরে সকলেই সন্তোশ প্রকাশ করেছেন। তবে আরও বিভিন্ন ধরণের পন্যের বৃদ্ধি করার দাবি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে তৃতীয় ধাপে পণ্য বিক্রয় করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পূর্বের মতো মঠবাড়িয়ায় ১৩ হাজার ৫‘শ ৫৯ জন লোককে দেয়া হবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। এর মধ্যে ১১ টি ইউনিয়নে ১১ হাজার ৪‘শ ৭২ জন ও পৌরসভায় ২ হাজার ৮২ জন। একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন।