• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে জাল টাকাসহ গ্রেপ্তার ১

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর ডিবি পুলিশের দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এর হাতে ৫০ হাজার জাল টাকাসহ কামাল শিকদার (৫২) নামে একজন গ্রেপ্তার হয়েছে। ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রাম থেকে শনিবার (২৭ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত কামাল শিকদার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত. নওবান আলী শিকদারের ছেলে।

পিরোজপুর ডিবি পুলিশের দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মো. আসলাম উদ্দিন বলেন, ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামে রমৃত. আঃ ছত্তার হাওলাদারের ছেলে জালাল হাওলাদারের রান্নাঘরে জাল টাকা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রান্না ঘরের মাছা থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এসময় জালাল হাওলাদারের পারিপার্শিকতা দেখে বিষয়টি সন্দেহ হলে সোর্স কামাল শিকদারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেলে সে জানায়, জালাল হাওলাদারকে ফাঁসাতে এহেন কর্ম করছে বলে স্বীকার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় বাদি হয়ে কামাল শিকদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী কামাল শিকদারকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।