• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মঠবাড়িয়ায় ও.এম.এস ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য অধিদপ্তর কর্তৃক ও. এম. এস. ডিলারের মাধ্যমে পিরোজপুরের মঠবাড়িয়ায় ন্যায্য মূলে চাল বিক্রয় শুরু করেছে খাদ্য বিভাগ। বৃহস্পাতবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের চাটি স্থানে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জিত চাকমা, খাদ্য পরিদর্শক মো. জলিল শিকদার, তদরকি কর্মকর্তা মো. গোলাম হায়দার, মো. নজরুল ইসলাম. মো. শফিকুল আলম, মো. শাহ আজম, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুণফিকার আমীন সোহেল, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আরিফুর ইসলাম সোহাগ, ও. এম. এস ডিলার. আঃ মালেক, প্রভাত কুমার রায়, সহিদ বেপারী, মো. ছগির মল্লিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, চালের বাজার স্থিতিশলি রাখতে খাদ্য বান্ধব সরকার ও. এম. এস. ডিলারের মাধ্যমে সারা দেশে ন্যায্য মূলে চাল বিক্রি করছেন। তারই ধারাবাহিকতায় মঠবাড়িয়া পৌর শহরের ৪ টি স্থানে চাল বিক্রি শুরু হয়েছে। একজন ব্যক্তি ৩০ টাকা দরে সপ্তাহে ৫ কেজি চাল কিনতে পারবেন। রবি থেকে বৃহস্পতি বার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। একজন ডিলার দৈনিক ৪‘শ জনের কাছে চাল বিক্রি করতে পারবেন। সকল শ্রেনীর লোকজন স্বতঃফুর্ত ভাবে লাইনে দাড়িয়ে চাল ক্রয করছেন। তিনি আরও বলেন, দেশে কোন খাদ্য ঘটতি নেই্ সরকারে প্রচুর চাল মজুদ আছে।