• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়ায় ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরাজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এর বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী আসাদ হাওলাদার (৩০) কে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। শুক্রবার দুপুওে মঠবাড়িয়া থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসাদ হাওলাদারকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বিশেষ) হাজির করলে বিজ্ঞ বিচারকি হাকিম মো. কামরুর আজাদ তাকে জের হাজতে প্রেরণের আদেশ দেন।

পিরাজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আসাদ হাওলাদারকে আটক করেছে। আটককৃত আসাদ পার্শ্ববর্তী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের মাসুদ হাওলাদারের ছেলে।

ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় জানান, বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ওসি মোঃ আসলাম উদ্দিনের নির্দেশে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও বাবুরহাট বাজার সংলগ্ন স্টীল ব্রীজের উপর থেকে আসাদ হাওলাদার নামের একজনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
পিরোজপুর ডিবি দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় এসআই জ্যোতির্ময় বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন ও আটককৃত আসাদ হাওলাদারকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, আটককৃত আসাদ হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।