• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মামুন (৩৮) কে গ্রেফতার করেছে মঠবাড়িয়া পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে মঠবাড়িয়া থানার এসআই রবিন কুন্ড সঙ্গীও ফোর্স নিয়ে পৌর শহরের কলেজ পাড়া এলাকা হইতে মাইনুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতার মাইনুল ইসলাম মামুন পৌর শহরের ৫ নং ওয়ার্ডের পূর্ব বহেরা তলা এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ভান্ডারিয়া থানার বিশেষ ক্ষমতা আইনের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মামুনসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে প্রেফতারি পরোয়ানা জারি হয়। মাইনুল ইসলাম মামুন গ্রফতার এড়াতে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ পাড়া এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, পার্শ্ববর্তী ভান্ডারিয়া থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারকি হাকিম মো. কামরুল আজাদ তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।