• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৪ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আট দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি রমজানে আন্দোলন থেকে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পার্টি না করে গরিবদের ইফতার সামগ্রী দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

ভান্ডারিয়ায় ধরা পড়ল দুর্লভ সোনালি ভোল মাছ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

পিরোজপুরের এক জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ৩৩ কেজি ওজনের একটি সোনালি হাইতি ভোল মাছ পেয়েছেন। ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের জেলে বাদল মাঝির জালে মাছটি ধরা পড়ে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান।

গভীর সমুদ্রে বাদল মাঝির জালে আটকা পড়া এ মাছটি (৩২ কেজি ৮০০ গ্রাম) দুষ্প্রাপ্য হওয়ায় দাম নিয়ে চলছে নানা গুঞ্জন।

মাঝি বাদল হোসেন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে তিনি এ দুষ্প্রাপ্য সোনালি হাইতি ভোল মাছটি ধরতে সক্ষম হন। মাছটি ইলিশের জালে ধরা পড়ে। তিনি যখন আড়তে ফিরে মাছটিতে বরফ দিচ্ছিলেন তখন মাছটি সোনালি রং ধারণ করে। তখন তিনি বুঝতে পারেন মাছটি সোনালি ভোল মাছ।

স্থানীয়দের দাবি মাছটি যদি সোনালি হাইতি ভোল মাছ হয় তবে তার দাম কমপক্ষে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। দুষ্প্রাপ্য সোনালি হাইতি ভোল মাছটি বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করা হবে।