• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ার শত-শত জেলে মাছ শিকারে ছুটে গেছেন গভীর সাগরে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি :  টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এমন ৮ হাজার ২৩০ জন নিবন্ধিত জেলে মধ্য জীবন-জীবিকার তাগিদে আবারো গভীর সমুদ্রে শত শত ট্রলার নিয়ে ছুটে যান মাছ শিকারে। ২৮ অক্টোবর শুক্রবার মধ্যরাতে শেষ হলো ২২ দিনের অবরোধ কর্মসূচি।

জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে গভীর সমুদ্রে ফিশিং বোট, ট্রলার নিয়ে মাছ শিকারের নিবন্ধিত জেলের সংখ্যা বেশি সাপলেজা, তুষখালী, বেতমোড়, বড়মাছুয়া, টিকিকাটা, হলতা গুলিশাখালী ও আমড়াগাছিয়া ইউনিয়নে। এরমধ্যে সাপলেজা ইউনিয়নে নিবন্ধিত জেলের আছে ১ হাজার ২৯৩ জন, তুষখালী ইউনিয়নে ১ হাজার ১৭৯ জন, বেতমোড়ে ৯৮২ জন, বড়মাছুয়ায় ৯৪২ জন, টিকিকাটা ইউনিয়নে ৬৫০ জন, হলতা গুলিশাখালীতে ৬১০ জন, আমড়াগাছিয়া ইউনিয়নে ৫৬৯ জন, ধানিসাফা ইউনিয়নে আছে ৪৫২ জন।

সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের জেলে জসিম জানান, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা এবং ঘূর্ণিঝড় সিত্রাং শেষে আবার সমুদ্রে মাছ ধরতে পারবো বলে আনন্দ লাগতেছে। তবে ঋণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। আমাদের মত জেলেদের অনেকের ঋণ রয়েছে। ২২দিন ধরে মাছ ধরা বন্ধ থাকায় পরিশোধ করা সম্ভব হয়নি। এখন মাছ ধরে আয়করে তা পরিশোধ করতে হবে। এবার অনেক আশায় নিয়ে আমরা সাগরে নেমেছি।