• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৪ ১৪৩০

  • || ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় কৃষকের মাঝে পাওয়ার টিলার ও মাড়াই মেশিন বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার ও মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। গত  ২৩ আক্টোবর থেকে ৩১ অক্টোবর দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩ জন কৃষকের মাঝে এ কৃষি সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, মঠবাড়িয়া ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকির হোসেন, কৃষি উপ-সহকারি উদ্ভিদ সংবক্ষণ কর্মকর্তা মহসীন উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিলন প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কৃষকরা দেশের খাদ্য সরবরাহের পাশাপশি অর্থনৈতিক চাকা ঘোরাতে বিশাল ভূমিকা পালন করেন। কৃষি বান্ধব সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় মঠবাড়িয়ায় ৩৩ জন প্রান্তিক কৃষকের মাঝে সত্তুর শতাংশ ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার ও মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। সরকারের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।