• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

মঠবাড়িয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : অনলাইন ভিত্তিক সেবা আরও গতিশীল করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার  উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে পায়রা উড়িয়ে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করলেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিািভন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন,উপজেলা ভাইস চেয়াম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস, প্রকৌশলী মো. জিয়ারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল আলম, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা অলিউর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, যুগ্ম সম্পাদক সুমন বেপারী, এমপির জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জুসহ বিভিন্ন সরকারী, বে-সরকারি বিভিন্ন অফিস প্রধান ও ষুধি সমাজের নেতৃবৃন্দ।

সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত বলেন, বাংলাদেশ সরকার সকল সেবা ডিজিটালাইজট করেছেন। এখন সকল তথ্য মূহুর্তে অনলাইনে পাওয়া যায়। সরকার প্রত্যন্তাঞ্চল পর্যন্ত এর পরিধি বৃদ্ধি করেছেন। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার রয়েছে। অনলাইন ভিত্তিক সেবা আরও গতিশীল করতে এবং প্রত্যন্তাঞ্চলে সাধারণ মানুষের কাছে এ বার্তা পৌঁছানোর জন্য ৮ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা চলবে। মেলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনে সেবা দেয়া বেসরকারি মিলিয়ে মোট ৩০ স্টল রয়েছে। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত করা হবে।