• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে

বন্যা আশ্রয়ন এলাকা পরিদর্শণ করলো উপজেলা প্রশাসন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বন্যা পরবর্তি আশ্রয়ন এলাকা পরিদর্শণ করে উপকার ভোগীদের সার্বিক খোঁজ খবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মো. শাহিন খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকার ন্যায় মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং তান্ডব চালায়। বন্যা কালীন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার পানিবন্ধি মানুষের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (১৯ নভেম্বর) উপজেলার বড়মাছুয়ায় আশ্রয়ন এলাকা পরিদর্শণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটার্স দেন। স্ট্যাটাসটি হুবাহু তুলে ধরা হলো-

“আশ্রয়ের অধিকার - শেখ হাসিনার উপহার” কিছু স্মৃত কাজ করার উৎসাহকে অনেক বাড়িয়ে দেয়। ছবিতে যে স্থানে আমরা দাঁড়িয়ে আছি তার পিছনের জায়গাটার আজকের চিত্র অনেকেরই জানা। অশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, মহান এ কাজের অংশীদার হওয়ার সুযোগ করে দেয়ার জন্য। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব স্যার, প্রধানমন্ত্রীর  কার্যালয়ের সিনিয়র সচিব স্যার, বিভাগীয় কমিশনার স্যার-বরিশাল, জেলা প্রশাসক পিরোজপুর স্যার এবং অতিরিক্ত জেলা প্রশাসক স্যারসহ সকল সিনিয়র স্যারের প্রতি, যাদের দিক নির্দেশনায় সহজ হয়েছে এই পথচলা। কৃতজ্ঞতা জানাই বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্যকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য, পিরোজপুর-৩ মহোদয় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে। কৃতজ্ঞতা জানাই স্থানীয় সেসকল মানুষগুলোকে যাদের সহযোগিতা পেয়েছি প্রতিটি মুহূর্তে। ধন্যবাদ জানাই আমাদের টিম সদস্যদের সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং সকল নির্মাণ সহযোগীদের। সর্বোপরি ধন্যবাদ জানাই মঠবাড়ীয়ার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের যাদের সহযোগিতা সবসময় অনুপ্রেরণা দেয়। এভাবেই কিছু মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সহযাত্রী হতে যাই বারংবার। জয়বাংলা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ করা হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঠবাড়িয়া উপজেলায় এ পর্যন্ত ৪৭১১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।