• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজী প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মঠবাড়িয়া পৌর শহরের ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা ২০৬ জন প্রধান শিক্ষক অশংগ্রহণ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে মতবিনিময় আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অবসর প্রাপ্ত শিক্ষক খাদিজা বেগম খুশবু, প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, আলমগীর হোসেন, কাজল দাশ, মোশরাফ হোসেন, মাইনুল ইসলাম, সুমন্ত হাওলাদার প্রমূখ।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ডাঃ মো. রুস্তম আলী ফরাজী শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে দিন-দিন আধুনিকায়ন করছেন। বছরের শুরু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে। তিনি শিক্ষকদের উদ্যেশ্যে  আরও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই রড় হয়ে দেশের হাল ধরবে, গুরুপ্ত ভূমিকা পালন করবে। শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়তে প্রাথমিকস্তর অতি গুরুপ্তপূর্ণ আপনাদেরকেই সেই গুরুপ্তপূর্ণ স্থানটি পূরণ করতে হবে।