• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্বোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়নে বসবাসরত সুবিধা বঞ্চিত শীতার্তের মাঝে ২শতাধিক এ কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল হাতে পেয়ে শীতার্থ অসহায় মানুষরা বলেন, ‘কয়েক দিনের শীতে কম্বলের অভাবে অনেক কষ্ট পেয়েছি। একটু ভালো করে ঘুমাতে পারিনি। শীতে খুব কষ্ট করে রাত পার করতেছিলাম। কত জনকে কইছি একটা কম্বল দেওয়ার জন্য,কিন্তু কেউ দেয়নি। আজ প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়নের সুবিধা বঞ্চিত শীতার্তের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক একটা করে কম্বল দিল। অনেক দরকার ছিল কম্বলটার। জনৈক ৮০ বছরের এক বৃদ্ধা বলেন, ‘শীতের ঠেলায় গাঁ-পা শুধু কাঁপে। যারে দেহি তার কাছেই শীতের কাপড় চেয়েছি। কারও কাছে পাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, পর্যায়ক্রমে আশ্রয়নের সুবিধা বঞ্চিত সকল শীতার্তের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার এ কম্বল পৌছে দেয়া হবে। প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে আলাদা করে কম্বল দেয়া হয়েছে।