• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ২০ ১৪৩০

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অটো চালক গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে হাবিবুর রহমান (২৫) নামে এক লম্পট অটো চালককে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত লম্পট হাবিবুর রহমানকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) আদালতে হাজির করলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আজাদ তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেছেন। ১৮ জানুয়ারী বুধবার অটো চালক লম্পট হাবিবুর রহমানকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত অটো চালক হাবিবুর রহমান মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের করিম আকন বাজার সংলগ্ন আলী হোসেন হাওলাদারের ছেলে।

জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়–য়া ওই স্কুল ছাত্রী গত ১৭ জানুয়ারী মঙ্গলবার অটো রিক্সা থেকে নেমে বিদ্যালয়ের সিড়ি দিয়ে দোতালায় উঠতে থাকে। এসময়  পিছন থেকে এসে অটো চালক লম্পট হাবিবুর রহমান শিশুটিকে যৌন হয়রানী করে পালিয়ে যায়। শিশুটি বিষয়টি প্রধান শিক্ষকের কাছে বললে প্রধান শিক্ষক সিসি ফুটেজ দেখে ঘটনার সত্যতা পান। ১৮ জানুয়ারী বুধবার অটোচালক লম্পট হাবিবুর রহমান স্কুলের সীমানার মধ্যে ঢুকে ঘোরাঘুরি করলে শিক্ষকরা আটক করে থানা পুলিশকে খবর দেয়।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে লম্পট হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত লম্পট হাবিবুর রহমানকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) আদালতে হাজির করলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আজাদ তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।