• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী

কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা পলাতক আসামী গ্রেপ্তার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে কালাম সরদার (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মুছা (২০) গ্রেপ্তার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস.আই সরোয়ার হোসেন ২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে মুছাকে গ্রেপ্তার করেন। মুছা উপজেলার পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। গুরুতর জখম কৃষক কালাম সরদার চিত্রা গামের মৃত. আতাহার আলী সরদারের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর আগে প্রতিপক্ষ রাকিব মুরগী চুরি করতে এসে কৃষক কালাম সরদারের হাতে ধরা পরে এতে রাকিবকে বেঁধে রাখা হয়। এ ঘটনার পর থেকে কৃষক কালামকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ওই কৃষক কালাম সরদারের হারিয়ে যাওয়া দুটি গরু রাকিবদের বাড়ির সামনের রাস্তা থেকে আনতে গেলে পূর্ব পরিকল্পণা অনুযায়ী কৃষক কালাম সরদারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং এলাপাথারী পেটায়। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করেন।
এ ঘটনায় আহতের স্ত্রী জেসমিন বেগম গত ১৯ ফেব্রুয়ারী সোমবার মঠবাড়িয়া থানায় ৪ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলো- উপজেলার চিত্রা গ্রামের মোস্তফা সরদারের ছেলে রাকিব (২২), মৃত. বারেক সরদারের ছেলে মোস্তফা সরদার (৪৫), পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে মুছা (২০), হারুন হাওলাদারের ছেলে হাসিব (২১)।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত মুছাকে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।