• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অর্ধ শতাধিক ইট পাঁজার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন পরিবেশ অধিদপ্তর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৭ মার্চ ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার অর্ধ শতাধিক ইট পাঁজার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন বরিশাল পরিবেশ অধিদপ্তর। সরকারি আইন অমান্য করে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় ফসলী জমি নষ্ট কওে লোকালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে এসব ইট পাঁজা স্থাপন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধানিসাফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ফুলঝুড়ি গ্রামের সঞ্জয় দাস, কামাল হোসেন ও ইউসুফ সরদারের ৩টি ইট পাঁজা ও মিরুখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম মিরুখালী অহেদাবাদ গ্রামে মেরিন মেম্বর ও সোহেল হাওলাদারের দুটি করে ৪ টি ইট পাঁজা সহ মঠবাড়িয়া উপজেলায় অর্ধ শতাধিক ইট পাঁজা রয়েছে। ঘন বসতি এলাকায়, কৃষি জমিতে, সুপারি বাগানের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, রাস্তার পাশে এসব ইটপাঁজা তৈরি করা হয়েছে। এমনকি রাস্তার পাশ থেকে গভীর করে মাটি কেঁটেও ইটপাঁজা তৈরি করা হয়েছে। এক ধরনের প্রকাশ্যে অভিযোগ রয়েছে বিভিন্ন সরকারি অফিস ম্যানেজ করে প্রতি বছর ঘুষ দিয়ে বছরের পর বছর চলে এসব অবৈধ ইট পাঁজার কার্যক্রম।

ভুক্তভোগীদের দাবি, ইট পাঁজা এখন বাড়ি বাড়ি-উঠানে উঠানে তৈরি হচ্ছে। এগুলো বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।  তারা ক্ষোভের সাথে বলেন স্থানীয় প্রশাসন ম্যানেজ না হলে অবৈধ এ কার্যক্রমের ব্যপারে উদাসীন।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিম জানান, মঠবাড়িয়া উপজেলার ইট পাঁজার তালিকা সংগ্রহ করে এগুলোর বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।