• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডর বৈষম্য করবে নিরসন” এবং শেখ হাসিনার বরতা-নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলামগীর হোসেন আকন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইসরাত জাহান মামতাজ,  তানজিলা আক্তার, সুদেবী প্রমূখ।

বক্তারা বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে হয়ে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠের বিকল্প নাই।  নারীরা আজ দেশের বিভিন্ন গুরুপ্তপূর্ণ দায়িত্ব পালন করছেন। একজন নারী কারো বোন, স্ত্রী, মেয়ে এবং মা। সর্বপরি একটি সংসার সাজাতে মা নামাক অভিভাবক সবচেয়ে বেশী গুরুপ্ত ভূমিকা পালন করছেন। তাই নারীদের কাজ করার সুযোগ দিতে হবে। একই সাথে নারীদেরকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে।