• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষে প্রেস ব্রিফিং

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার পূর্ব প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। আগামী (২১ মার্চ) মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় মঠবাড়িয়ায় উপকারভোগীদের মাঝে ১৮৪টি গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন।

মঙ্গলবার দুপুরে (১৪ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিং করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঠবাড়িয়া উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মঠবাড়িয়া উপজেলায় চার ধাপে মোট ৮৩০টি গৃহ বরাদ্ধ পায়। যা ইতোমধ্যে প্রথম ধাপের ১৮১টি, দ্বিতীয় ধাপের ২০০টি গৃহ নির্মাণ শেষে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। এবং তৃতীয় ধাপের বরাদ্ধকৃত ২৯৫ এর মধ্যে ১৬২টি গৃহ  এবং চতুর্থ ধাপের বরাদ্ধকৃত ১৫৪ টি গৃহের মধ্যে ১০৩টি গৃহ নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে। ফলে এখন পর্যন্ত ৬৪৬টি পরিবার তাদের গৃহের চাবি পায়। বাকি ১৮৪টি গৃহের নির্মান কাজ প্রায় শেষ পর্যায়। যা আগামী ২১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের মাঝে জমির দলীলসহ ঘর হস্তান্তর করবেন। তিনি আরও জানান, প্রতিটি ঘরে ব্যয় হয়েছে, ২ লাখ ৫৯ হাজার ৫ শত টাকা।