• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় শিক্ষকদের সাথে এমপি‘র মত বিনিময় সভা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও  পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি মঠবাড়িয়ায় নতুন নিয়োগ প্রাপ্ত সহকারি প্রাথমিকি শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন। ১৮ মার্চ শনিবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সদ্য নতুন নিয়োগ প্রাপ্ত ১৩৬ জন সহকারি প্রাথমিকি শিক্ষকদের সাথে এমপি‘র মত বিনিময় সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, সমাজ সেবিকা অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান তালুকদার, হেমায়েত গাজী, মনিরুজ্জামান, ইউনুস আলী, প্রাথমিক শিক্ষক নেতা মোশারফ হোসেন, প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম প্রমূখ।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও  পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি বলেন, শিক্ষা বান্ধব সহ সকল উন্নয়ন বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতি এগিয়ে চলছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনা মূলে নতুন বই তুলে দিচ্ছেন, উপবৃত্তি দিচ্ছেন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুদের ভবিষ্যতের জন্য তৈরী করতে হবে। এর প্রধান ও প্রথম দায়িত্ব আপনাদের। আপনাদের হাতেই আগামীর ভবিষ্যৎ। তাই দেশের একজন সুনাগরিক হিসেবে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মনেযোগী হয়ে শিশুদের ক্লাশে পাঠদান করাতে হবে।