• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কৃষকদরে মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রম চলবে পুরো সপ্তাহ জুড়ে। সোমবার সকালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদরে মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, আরিফর রহমান সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান। এসময় উপজেলার ১১ টি ইউনিয়নে দায়িত্ব থাকা উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও বিভিন্ন গণ মাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান জানান, সরকারি প্রনোদনার আওতায় তালিকা করে উপজেলার ২ হাজার ৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে পুরো সপ্তাহ জুড়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এক জন কৃষক পাচ্ছেন ১০ কেজি এম.ও.পি সার, ১০ কেজি ডি.এ.পি সার এবং ৫ কেজি উচ্চ ফলন শীল (উফশী) আউশ ধানের বীজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তা হিসেবে প্রন্তিক কৃষকদের হাতে বিনা মূল্যে সার ও বীজ তুলে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।