• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

নারী উদ্যোক্তাদের সাথে এমপি‘র মতবিনিময়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাদের সমন্বয় মতবিনিময় সভা ২৭ মে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি।

পৌর শহরের সবুজ নগর সাংসদের বাস ভবনের সভা কক্ষে নারী নেত্রী কোহিনুর বেগম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নারী নেত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, প্রভাষক ফারুক হোসেন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী উপজেলা অপরাজিতা সভাপতি শামীমা সুলতানা রোজি, সাংবাদিক ফাহিমা আক্তার, নারী উদ্যোক্তা খাদিজা আক্তার প্রমূখ।

প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। আমরা আস্তে-আস্তে উন্নয়নশীল রাস্ট্রের দিকে ধাবিত হচ্ছি। একটি গ্রুপ বা একটি পক্ষ থাকে যাদের কাজই হলো দেশের বিরুদ্ধে কথা বলা। সেই সকল ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সারা বিশ্ব অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।বিভিন্ন দেশের তুলনায় আমাদের বাংলাদেশ যথেষ্ট ভালো রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে তিনি পুণরায় শেখ হাসিনা ও তাঁর মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্ববান জানান।