• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় তানিয়া আক্তার খাদিজা (৩৭) নামে ৩ সন্তানের জননীকে হত্যা মামলার পলাতক আসামী জয়নাল (২৯) কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা মঠাবড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ রোববার ভোর রাতে উপজেলার সোনাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জয়নাল ওই গ্রামের আঃ রশিদ হাওলাদারের ছেলে।

মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত তানিয়া আক্তার খাদিজার স্বামী কামরুল খুলনায় থেকেই ব্যবসা পরিচালনা করেন এবং মাঝে মধ্যে সোনাখালীর নিজ বাড়িতে আসেন। পরিবারিক বিষয়ে প্রায়ই খাদিজার সাথে স্বামী কামরুল মৃধার ঝগড়া হতো। ওই বিরোধের জেরে গত ১০ মে (বুধবার) দিবাগত রাতে পরিকল্পিত ভাবে খাদিজাকে হত্যা করা হয়। এঘটনায় নিহত খাদিজার মা হেনোয়ারা বেগম বাদি হয়ে নিহতের স্বামী কামরুল মৃধাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে ১৯ মে শুক্রবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কামরুল মৃধা উপজেলার ওই উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার পুত্র। তারা পরষ্পর মামাতো ফুফাতো ভাইবোন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত আসামী জয়নালকে ১০ দিনের রিমান্ড চেয়ে ২৮ মে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।