• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী আজ কালকিনি হানাদার মুক্ত দিবস বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

৩ মাদক সেবন কারীকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের সাজা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিন জনকে ৩ মাস করে বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শহরের বাজার থেকে ৩ মাদক সেবন কারীকে মাদক সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম এ তথ্য নিশ্চিত করেছেন। সাজা প্রাপ্ত মাদক সেবন কারী আসামীরা হলো উপজেলার তুষখালী গ্রামের মৃত্যু. সুলতান হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদার (৪৫), মৃত্যু. চাঁন মিয়ার ছেলে মো. সেলিম বৌদ্ধ (৪৫) ও রুস্তুম আলীর ছেলে রুম্মান খান (৩০)।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুষখালী এলাকায়  অভিযান চালিয়ে উল্লেখিত মাদক সেবন অবস্থায় তাদেরকে আটক করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, সাজা প্রাপ্ত আসামীদের উপজেলা ম্যাজিস্ট্রেট  আদালতের মাধ্যমে শনিবার সকালে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও জানান, এ মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।